পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর হরিনাফুলিয়া গ্রামে ২৬ নং ওয়ার্ডে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।হরিনাফুলিয়া গ্রামে সর্বমোট ৪টি পবিএ ঈদুল আযহার জামাত হয়।১৭ ই জুন সোমবার সকাল ৭টায় হরিনাফুলিয়া এমদাদিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়। ঈদুল আযহার প্রধান জামাতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ঈদুল আযহার নামাজ পড়ান মাদ্রাসার পীর জনাব আব্দুল খালেক।
এছাড়া হরিনাফুলিয়া সিকদার বাড়ি জামে মসজিদের ময়দানে সকাল ৮ ঘটিকায়, বোর্ড অফিস সংলগ্ন মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মুসুল্লিরাও একে অন্যের সঙ্গে কুলাকুলি করে ঈদের আনন্দ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নামে পশু কোরবানি দেন ।