আরশাদ মামুন লালমোহনঃ
ভোলার লালমোহনে ১ হাজার হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
আজ সকালে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ও পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরন করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শেখ হাসিনার সরকার জনগণের কল্যাণে কাজ করছেন। এ সরকার ক্ষমতায় থাকলে দেশ স্মার্ট দেশে পরিনত হবে।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জুলফিকার মিয়া সহ আরো অনেকে।