বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ে ভূমিহীনদের জন সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন -২০২৪) বেলা ১১টায় বীরগঞ্জ শালবন কমিউনিটি মিলনায়তনে ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এ সমাবেশ হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান বিনয় চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সায়মা জাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মোঃ লুৎফর রহমান, জেলা উন্নয়ন সংস্থা সিডিএ’র উপ-পরিচালক আলীম আল রাজী,জেলা সিডিএ ব্যবস্থাপক বাস্তবায়ন অফিসার মো: কামরুজ্জামান, বীরগঞ্জ - কাহারোল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়,গ্রাম সহায়ক মো: আমিনুল ইসলাম, গ্রাম সহায়ক রফিকুল ইসলাম,
জেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভাপ্রধান গোলাম মোস্তফা তারা মিয়া, সুজালপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মো: আল মামুন প্রমূখ।
সমাবেশে সংগঠনের ধারণা পত্র পাঠ করেন উপজেলার শিবরামপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান হাবিবুর রহমান ডালি এবং ভূমিহীন জনমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনির্দিষ্ট ১১ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী'র বরাবরে স্মারকলিপি প্রদান করেন জনসংগঠনের সদস্যরা। সমাবেশে প্রায় ৪’শ ভূমিহীন নারী পুরুষ অংশ নেয়।