বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। এ ঘঁটনায় বেতাগী থানায় অভিযোগ দেওয়া হলে দুইজনকে আটক করে বেতাগী থানা পুলিশ।
আহতরা জানান, উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আ: বারেকের ছেলে মো: শাকিল, মৃত আব্দুল খালেকের ছেলে মো: ইব্রাহিম ও শহীদুল ইসলাম জীবনের সাথে একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল মোতালেবের ছেলে মো: মাজেদের সাথে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে দেওয়ানি আদালতে একটি বন্টন মামলা রয়েছে (নং-৮০/২৩)। বিরোধীয় ঐ জমির উপড় রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। তা সত্বেও প্রতিপক্ষ সরকারি আদেশ অমান্য করে গাঁয়ের জোর পাকা ঘর উত্তোলন করে চলছে।
ঘঁটনার দিন গত শুক্রবার মাজেদের ভাগিনা মো: মাসুম (২৫) ও ভাই অলি (২৬) বাহির থেকে ঘরে ফেরার পথে প্রতিপক্ষ বারেকের ছেলে মো: শাকিল, মো: ইব্রাহিম, শহীদুল ইসলাম জীবন তাদের উপড় অর্তকিত হামলা করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় মাজেদের স্ত্রী সোনিয়া আক্তার (৩৫), ভাইয়ের বউ আখিনুর আক্তার (২৮) ও বোন পারভীন আক্তার (৪০)‘র ফেরাতে গেলে তাদের উপড়ও চড়াও হয়। আহতরা বেতাগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়। এদের মধ্যে গুরুতর আহত মো: মাসুম ও অলিকে আশঙ্কা জনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাত ১০ টায় সেখানে (বরিশালে) তাদের ভর্তি করা হয়।
আহতদের পারিবারিক সূত্র জানায়, আগের তুলনায় বরিশাল হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থার উন্নতি হয়েছে। এ ঘঁটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুইজন আসামীকে আটক করেছি। যারা প্রকৃতপক্ষে দোষী হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।