প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
জ্যোতিবিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ এস্ট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশন গত ৩৬ বছর ধরে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে,কাজের ধারাবাহিকতায় সংগঠনটি ২০০৬ সাল থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর আয়োজন করে, এবার ১৯তম আয়োজন এই উপলক্ষে আজ সোমাবার সকাল ১১ টায় খুলনা বিভাগের ছাত্র-ছাত্রীদের, অংশগ্রহণ মূলক কর্মশালা খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.পিন্টু চন্দ্র শীল,
বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিক্যাল এসোসিয়েশন সভাপতি (খুলনা বিভাগ) মোঃ জাহিদ আল মামুন,এ সময় বক্তারা বলেন মানুষের জীবনে চলার ক্ষেত্রে অ্যাস্ট্রোনমিক্যাল খুব গুরুত্বপূর্ণ এবং অংশগ্রহণের নানা নিয়মাবলী তুলে ধরেন অংশগ্রহণের নিয়মাবলি:
১. ২০০৬-২০১০ সালের মধ্যে জন্যগ্রহণকারী (১৪-১৮ বছর বয়সী) স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজন।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে খুলনা বিভাগের ছাত্র/ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে।
8. রেজিস্ট্রেশনের জন্য কোন প্রকার রেজিস্ট্রেশন ফি-এর প্রয়োজন নেই।
৫. অনলাইন রেজিস্ট্রেশনের-লিঙ্কঃ
https://www.astronomybangla.com/olympiad2024/