প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৪, ১২:০০ পি.এম
থানার ওয়াশ রুমে যেতেই রাসেলস ভাইপারের ছোবল, অতঃপর…

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া সাপ) উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশরুম থেকে সাপটি উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলা হয়।
থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশ রুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দেয়। শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন। এরপর সাপটি পানির পাইপে ঢুকে যায়। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিস্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে। কার্বলিক এসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেয়া হয়েছে। থানার একপাশে পদ্মা ও অন্য পাশে বড়াল নদী। সেখান থেকেই সাপটি এসেছে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত