বেতাগী প্রতিনিধি: স্বামীর ঘর থেকে ৮৬ হাজার টাকা ও স্বার্নালংকার নিয়ে পালিয়েছে স্ত্রী লাভলী বেগম (৪৩)। ঘটনাটি ঘটেছে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের রানীপুর গ্রামে। বেতাগী থানা একটি জিডি দায়ের করেন লাভলী বেগমের স্বামী কবির হোসেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বেতাগী থানার প্রাপ্ত জিডি থেকে জানা গেছে, কবির হোসেন ও তার বিবাহিত স্ত্রী লাভলী বেগমকে নিয়ে বিবিচিনি ইউনিয়নের রানীপুর বাজারে লাকসু গাজী’র বাড়িতে একটি কক্ষ ভাড়া থাকতেন। গত জুন মাসের ২ তারিখ সকাল সাড়ে নয়টায় কবির হোসেনের রানীপুর বাজারের ভাড়াটিয়া বাসা থেকে নগদ ৮৬ হাজার, স্বর্নের চেইন, লকেট, বালা ও নূপুরসহ প্রায় চার লাখ টাকার স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় বাধ্য হয়ে কবির হোসেন গত ৩ জুন বেতাগী থানায় একটি জিডি দায়ের করেন। এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,’ থানায় জিডি করা হয়েছে এবং সকল থানায় এই পালিয়ে যাওয়া সংবাদ পাঠানো হয়েছে।’