শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ সার্বিয়ান ভিসাসহ ২০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, ভারতীয় ট্রাকচালক বেনাপোলে আটক। খুলনায় পথশিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। প্রশ্নে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, বাতিল হলো পরীক্ষা স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র জুলাই শুধু বিপ্লবের না, হান্নান মাসউদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস : নির্ঝর এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ভয় দেখানোর জন্য: নাহিদ ইসলাম ভ্রাম্যমান আদালতে দুইজনকে দণ্ড দেওয়ায় থানায় হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত ২০ বিচারিক আদেশে জামায়াতের পুরনো নিবন্ধনই বহাল, গেজেট প্রকাশ করল ইসি। জাতীয় সমাবেশ সফল করতে বৈঠক ১৯ জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশে অংশ নেওয়ার আহ্বান; গোলাম পরওয়ারের। বিভাগীয় শহরেও হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে রাজনৈতিক ঐকমত্য : অধ্যাপক আলী রীয়াজ।

মাত্র ৪ বছরে সমুদ্র গিলে খাবে সুন্দরবনকে

ডেস্ক রিপোর্টঃ / ২০৮
আপডেটঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
একটা সময় বর্তমান কলকাতা শহরটাই ছিল সুন্দরবনের অবিচ্ছিন্ন অংশ। বাঘেরা কলকাতাতেই দাপিয়ে বেড়াত। আস্তে আস্তে মানুষ কলকাতাকে দখল করেছে আর সুন্দরবন এগিয়ে গেছে সমুদ্রের দিকে। কিন্তু সময়ের বেড়াজালে আবারও বদলাচ্ছে পরিবেশ, এবার সাধের অবশিষ্ট সুন্দরবনকেও গিলে খাবে সমুদ্র। তৈরি হবে নতুন সুন্দরবন যা আবারো এগিয়ে আসবে শহরের দিকে। লোটাকম্বল নিয়ে সরে যেতে হবে মানুষকেই। হাতে সময় মাত্র আর চার বছর!‌ ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে লাল সতর্কতার এমনই এক চাঞ্চল্যকর গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সায়েন্টেফিক রিসার্চ (আইওএসআর) পত্রিকায়। ‘সুন্দরবন মাইট বি আ হিস্ট্রি’ শীর্ষক একুশ পাতার ওই রিপোর্টে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট ভূবিজ্ঞানী ড.‌ সুজীব কর। সম্পূর্ণ সুন্দরবনের ৬০ শতাংশ পড়েছে বাংলাদেশে এবং বাকি ৪০ শতাংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এবং ভারতের অংশে আয়তন প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার। এই বনের বিস্তার বাংলাদেশে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী এবং পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পর্যন্ত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে ও ভারতে দক্ষিণ-পূর্বে সুন্দরবনের অবস্থান। এর মধ্যে শুধুমাত্র ভারতীয় অংশে ২০০৫ থেকে ২০২০ সাল, দীর্ঘ পনেরো বছর ধরে পাঁচজনের দল গড়ে এই সমীক্ষা চালিয়েছেন ভূবিজ্ঞানী ড.‌ সুজীব কর। চার বছর পর সেই রিপোর্ট প্রকাশিত হলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনের ভারতীয় অংশের গোসাবা থেকে ক্যানিং, ডায়মন্ড হারবার, ঝড়খালি, নামখানা, কাকদ্বীপসহ গোটা সুন্দরবনটাই চার বছরের মধ্যে গিলে খাবে সমুদ্র। ইতোমধ্যেই ধুয়েমুছে শেষ সুন্দরী, গরান–‌ঘেরা ম্যানগ্রোভ অরণ্যের ৬০ শতাংশ‌ গাছপালা। রীতিমতো আশঙ্কা প্রকাশ করে এই ভূবিজ্ঞানী বলেন, ভাগীরথী–হুগলি নদীতে দ্রুত বেগে ঢুকছে সমুদ্রের লবণাক্ত পানি। নদীর পানির মিষ্টতা কমে সেখানেও বেড়ে গেছে নোনা ভাব। অচিরেই ওই নদীর দু’ধার পরিণত হতে চলেছে গভীর অরণ্যে। কৃষিকাজ তো দূর–অস্ত্‌, লোটাকম্বল নিয়ে সরে যেতে হবে মানুষকেই। নতুন ওই বনভূমির দখল নেবে বাঘসহ অন্য বন্যপ্রাণীরা।
এই ভূবিজ্ঞানীর দাবি সুন্দরবনের পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে সুন্দরবনের মানুষের জীবন–জীবিকার মানচিত্রটা এখন শুধু পাল্টে যাওয়ার অপেক্ষায়। বাংলাদেশের কী হবে সে কথা বলা কঠিন। তবে পশ্চিমবঙ্গের অন্তত দেড় কোটি মানুষ আগামী ১০ বছরের মধ্যে হয়ে উঠবেন এনভায়রনমেন্টাল রিফিউজি। কুফল হিসেবে সমুদ্রের পাড় থেকে ৭০ কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে দেখা দেবে পানিকষ্ট। ভূগর্ভস্থ জল আরও লবণাক্ত হবে, হবে পান ও চাষের অযোগ্য। সজনেখালি, সুধন্যখালি, মাতলা ও বিদ্যাধরীর মাঝখানে বেশ কিছু জায়গায় মিলেছে তার প্রমাণ। সরেজমিনে ঘুরেও দেখা গেল সুন্দরবনের ক্যানিং, বাসন্তী, গোসাবা, কুলতলি ব্লকের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে জঙ্গল কেটে, নদীর চর দখল করে গড়ে উঠেছে হোটেল রিসোর্ট, মাছের ভেড়ি। বিরোধীদের অভিযোগ স্থানীয় শাসকদলের নেতাদের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে নদীর চর থেকে সুন্দরবনের সংরক্ষিত ম্যানগ্রোভ অরণ্য। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা।
এদিকে এমন রিপোর্ট প্রকাশিত হওয়ার পর জীবন-জীবিকা বাঁচাতে ম্যানগ্রোভ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট হবে না। এমন ধারণা থেকে সুন্দরবনের উপকূল জুড়ে ম্যানগ্রোভের চারা রোপণের উদ্যোগ নিয়েছে একাধিক বেসরকারি সংস্থা ও এনজিও। সংস্থাগুলির সঙ্গে হাতে হাত লাগিয়ে অন্তত ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপণে এগিয়ে এসেছেন সুন্দরবনের নারীরা। সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, সাগর দ্বীপের প্রায় ১৬ শতাংশ‌ জমি, সুন্দরবন উপকূল অঞ্চল এবং ইছামতী, বিদ্যাধরী, মাতলা নদীর সাগর সঙ্গম বলয়ের প্রায় ২৬ শতাংশ‌ জমি প্রত্যেক বারই জোয়ারের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে আবার জেগে উঠছে ভাটায়। এ ছাড়া প্রত্যেক বারই ষাঁড়াষাঁড়ি বা বিভিন্ন বানের সময় সুন্দরবনের নদীগুলিতে জোয়ারের পানি ঢুকতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। কিন্তু সেই পানি বেরোচ্ছে প্রায় পাঁচ ঘণ্টা পর। ফলে নদীখাতগুলির মধ্যে প্রচুর পরিমাণে পলি জমছে। নদীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে। বজায় থাকছে না নদীর ঢাল, দেখা মিলছে না স্রোতের। সেই সঙ্গে উপর্যুপরি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এই বনভূমি। এখনই কালক্ষেপণ না করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিস্তীর্ণ ম্যানগ্রোভ অঞ্চলকে বাঁচানোর জন্য যথোপযুক্ত পদক্ষেপ না করলে চিরতরেই হারিয়ে যেতে পারে অনন্য সুন্দরী সুন্দরবন।‌‌
এর আগে কানপুর আইআইটি ও কলকাতার বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, সুন্দরবনের বাতাসে কার্বনের পরিমাণ বিপজ্জনক হারে বাড়ছে। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণও বেশি। তাই এখন দূষণ জর্জরিত সুন্দরবনকে বাঁচাতে নতুন স্লোগান তোলা হয়েছে বাঁচলে সুন্দরবন, তুমিও বাঁচবে।
কানপুর আইআইটি ও কলকাতার বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও তাদের প্রকাশিত রিপোর্টে সতর্ক করে বলেছিলেন অতি দ্রুত ম্যানগ্রোভদের বিশাল বাহিনী গড়তে না পারলে সুন্দরবনের সঙ্গে সঙ্গে উপকূলের কোটি মানুষের অস্তিত্ব সংকটে পড়বে। বিগত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট সেটা হাতেনাতে প্রমাণ করে ছেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com