প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কর্মচারীদের দাওয়াত দিয়েছেন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর। তবে তাদের দিতে হবে ৫০০ টাকা। বৃহস্পতিবার (৪ জুলাই) এমন একটি নোটিশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা চলছে। গত ২৪ জুন কলেজের প্রধান সহকারীর সই করা ওই নোটিশে বলা হয়েছে, কলেজের সখল কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অধ্যক্ষের ছেলের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত। দ্বিতীয় প্যারাতে এরপর লেখা রয়েছে, এ উপলক্ষে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলক ৫০০ টাকা কলেজের ক্যাশ সরকার মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নোটিশের বিষয়ে কলেজটির প্রধান সহকারী মামুন বলেন, সামাজিক প্রথা হিসেবে এই টাকা চাওয়া হয়েছে, আপনারা দেন না? এদিকে কর্মচারীদের দাওয়াত দেয়ার কথা স্বীকার করে তাদের কাছ থেকে টাকা নেয়ার এমন তথ্য জানেন না বলে জানিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবীর।
তিনি বলেন, ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ সংশ্লিষ্ট অনেক অতিথিকে কার্ড এবং মুখে দাওয়াত দিয়েছি। সবাইকে খালি হাতে আসার অনুরোধ করেছি। কিন্তু প্রধান হেড ক্লার্ক এটা কেনো করল বুঝলাম না।
তিনি আরও বলেন, তাকে আজ বিকেলে জিজ্ঞেস করলে সে বলে এর আগেও এমন করা হয়েছে, তাই এবারও সে নোটিশ দিয়ে টাকা চেয়েছে। আমি কাল সকালে তাকে শোকজ করব, কেন সে আমার মানসম্মানে আঘাত আনল এভাবে নোটিশ দিয়ে।