প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
রাজধানীর বিমানবন্দরে এনা বাসের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবন সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন সড়কে রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর জোনের সার্জেন্ট প্রতাপ চক্রবর্তী বলেন, বাস আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়েছে। আটক বাসটি থানা-পুলিশকে বুঝিয়ে দেয়া হবে। বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।