প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ব্রিটেনের নগরমন্ত্রী হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় টিউলিপের দল লেবার পার্টি। নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি।
ব্লুমবার্গ বলেছে সরকারের তরফ থেকে টিউলিপের মন্ত্রী হবার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।