বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পলাশবাড়ি ইউনিয়নের ঝলঝলি শীলপাড়ায় সর্বজনীন কালি মণ্ডপে রহস্যজনক কালি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।এলাকা জুড়ে ব্যপক কানাঘুষা ও ধ্রুত নিশি কান্ত শীলকে নিয়ে চলছে সমালোচনার ঝড়।
সচেতন মহলসহ সবাই বলছেন এটি নিশি কান্ত শীলের নাটক, তার উপযুক্ত বিচার হওয়া উচিত, প্রায় দেড় যুগ থেকে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।
এ ঘটনায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়সহ পুলিশের উর্ধ মহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার ও ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে খেয়াল রেখে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনায় জন্য পুলিশকে নির্দেশ দেন জাতীয় সংসদ সদস্য ।
সে সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরিয়াস সাঈদ মোঃ ফয়সাল সরকার, জেলা পরিষদ সদস্য রোকুনুজ্জামান বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ আজাহার আলী এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সরেজমিনে গেলে নিশি কান্ত শীলের অভিযোগ থেকে জানা যায় অন্যান্য দিনের মত রবিবার দিবাগত-রাতে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে ঘুমানোর পর একদল চোর তাদের ঘরে প্রবেশ করে ম্যাজিক চুলা, রাইস কুকার, স্বর্নালংকার ও ট্রাঙ্কসহ সাড়ে ছয় লক্ষ টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় উঠানে সার্বজনীন কালি মন্দিরে ঢুকে কালি মাতার প্রতিমা ভাংচুর করেছে।
কিন্তু স্থানীয় এক সাবেক ইউপি সদস্য এবং অনেকে জানান এটি নিশি কান্ত শীল, তার ছেলে নৈশ্য প্রহরী প্রতারক খোকন শীল ও তপন শীলের সাজানো নাটক, তারা নিজেরাই মুর্তি ভাংচুর এবং চুরির নাটক সাজিয়ে অন্যকে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।
পাওনাদরগন টাকা চাইতে গেলেই তাদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো সহ থানায় মিথ্যা অভিযোগ, শাক দিয়ে মাছ ঢাকতে চায় দীর্ঘদিনের সুবিধাভোগী নিশিকান্ত গ্যাং।
প্রতারক নৈশ্য প্রহরী খোকন শীল ও নিশিকান্ত শীল সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের সময়কালে চাকুরী দেয়ার নামে অনেকের নিকট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে।
বর্তমানে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সেই দূর্নীতি হতে রেহাই পেতে আইন শৃংখলার অবনতি ঘটাতেও দ্বিধাবোধ করছে না।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মঈনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, থানায় মামলা হয়েছে, এখনো কেউ গ্রেফতার হয়নি, তদন্ত চলছে, অবিলম্বে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।