মাহাবুব সুলতানগো,পালগঞ্জ (কোটালীপাড়া) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে পৌরসভার সরকারি রাস্তার উপর বিভিন্ন দোকানের সিঁড়ি নির্মাণ করায় এবং মেইন রোড গুলোতে ফুটপাতের দোকান বসার কারণে চলাফেরায় দুর্ভোগ পহাতে হয় জনসাধারণের ।
এ কারণে আজ বুধবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) পতীক দত্ত এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সরেজমিনে গিয়ে দেখা যায় ঘাঘর বাজারে পৌরসভার সরকারি রাস্তার উপর বারবার নিষেধ করা সত্ত্বেও অবৈধভাবে দোকানের সিঁড়ি নির্মাণ করায় জাকির হোসেন শেখ কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে।
এবং আরো কয়েকটি দোকান মালিক ইউসুফ আলী , শামসুল হক সহ যাহারা সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছেন তাদের এক সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখল করা আরো কিছু অবৈধ স্থাপনা অপসারণ করেন ।
অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন অবৈধ স্থাপনার উপর এ অভিযান চলমান থাকবে।।