প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত দশ দিনের আন্দোলনে কোথাও বাধা দেওয়া না হলেও এবার প্রয়োজনে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের এমন বক্তব্যের পর বৃষ্টির মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। এই স্পটেই গত তিনদিন ধরে কোটা বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায়ও একদফা দাবিতে সড়ক অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা। যদিও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাইন্সল্যাব মোড়ে আন্দোলনকারীদের কাউকেই দেখা যায়নি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাইন্সল্যাব মোড়ের পুলিশ বক্স এবং ঢাকা সিটি কলেজের সামনে ডিএমপির পুলিশ সদস্যদের কয়েকটি দল অবস্থান করছেন। যদিও বাড়তি পুলিশের উপস্থিতির বিষয়ে উপস্থিত কোনো পুলিশ কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।