প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
রূপসা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম বলেছেন, মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে এদেশের নারীরা সহায়তা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-পুরুষ সমতার বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংসদে সংরক্ষিত মহিলা আসন প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন।তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একমাত্র রাজনৈতিক দল যারা দলীয় সনদ ও নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষ সমানাধিকারের কথা উল্লেখ করেছে। বাংলাদেশের নারীরা অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে কাজ করছেন।’সামাজিক দৃষ্টিভঙ্গি উদার করার পাশাপাশি নারীদের এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী মহিলা সমাবেশ আজ শুক্রবার (১২ জুলাই) বিকালে রূপসা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।ইউপি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রিনা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবিনা ইয়াছমিন এর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাবিনা বেগম, যুগ্ম সম্পাদক এড.ফালগুনি ইয়াসমিন মিতা,সদস্য রোমেছা বেগম উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন তুলি, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মফিজুল ইসলাম,মামুন শেখ,ইউপি সদস্য আলমগীর হোসেন, শিরিনা আকতার, রেশমা আকতার, চয়নিকা খান, লিপিকা দাস,হাসনা হেনা, আইরিন বেগম, মাহমুদা বেগম, নাজমা বেগম, স্বপ্না পাল, আসমা বেগম,পারভীন বেগম, জেসমিন আকতারসহ অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব মহিলা লীগের আয়োজনে বৃক্ষরোপণ করেন রূপসা কলেজ চত্বরে।