প্রতিদিনের স্বদেশ ডেস্ক
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১১জুলাই) দুপুর সাড়ে ১২টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশির্বাদ। তিনি এদেশের সাধারণ মানুষের কথা ভাবেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।এমপি বলেন, পাকিস্তানের পরাজিত শক্তিরা এখনো ঘুমের ঘোরে ভুল স্বপ্ন দেখে। শান্তি, উন্নয়ন, অগ্রগতি এক ও অভিন্ন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল ইসলাম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবুল আক্তার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার টিএম শাহ আলম।দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে এমপি’র সফরসঙ্গী ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুল সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা, ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, মফিজুল ইসলাম ঠান্ডু, ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, নৈহাটী ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, সাবেক জেলা যুবলীগ সদস্য মোঃ হারুন মোল্লা, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, রূপসা উপজেলা যুবলীগের সদস্য সরদার জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুস্থ ও অসহায় রোগীদের ঐচ্ছিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ।
পরে উপজেলার চন্দনীমহল আশ্রয়ন প্রকল্প, সেনহাটী সংলগ্ন রিভার্স অসমোসিস প্লান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।বিকেল সাড়ে ৫টায় দিঘলিয়া উপজেলার সরকারি এম এ মজিদ কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ, সহযোগি ও অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।