প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১২ জুলাই) সকালে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এদিকে বৃষ্টির কারণে বাজারগুলোতে বেড়েছে সবজির দাম।
বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, ঝিঁঙে ৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, ধুন্দল ৭০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পটল ৬০ টাকা, করলা ১৪০ টাকা, শসা ৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, কচুর মুখি ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
বৃষ্টির কারণে বাজারে শাকের দাম অনেক বেড়েছে। আজকের বাজারে প্রতি আঁটি লাউ শাক ৫০ টাকা, পুঁই শাক ৫০ টাকা, ডাটা শাক ২০ টাকা, লাল শাক ৩০ টাকা, পাট শাক ৩০ টাকা, কচু শাক ২০ টাকা,শাপলা ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, ডাটা ৩০ টাকা।