পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার হিরন ইউনিয়নের বিল থেকে ৪৮ টি চায়না জাল উপজেলা চত্বরে নিয়ে আসে।
আজ ১৪/৭/২৪ ইং রোজ রবিবার বিকেলে অভিযান করার পরে চায়না জাল ধ্বংসের উদ্দেশ্যে।
কোটালীপাড়া উপজেলার চত্বরে চায়না জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়। চায়না জালের মূল্য আনুমানিক ৩.৫ লক্ষ টাকা। এই ভাবে সকল ইউনিয়নে চায়না জাল অভিজান চালানো হবে।
কোটালীপাড়া মৎস্য অফিসার শাজাহান সিরাজ বলেন প্রকৃত মাছ পেতে হলে চায়না জাল নিধন করা একান্ত প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে প্রাকৃতিক মাছ পাওয়া সম্ভব না।
হিরন ইউনিয়নের বিল থেকে চায়না জাল অভিযান করে এবং সর্বোপরি সহযোগিতা করেন গ্রাম পুলিশ সদস্যবৃন্দরা।
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রাম পুলিশের মাধ্যমে চায়না জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।