প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। আগেই জানিয়ে রেখেছিলেন ৩৬ বর্ষী উইঙ্গার। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে শেষ, ভীষণ আবেগের বিশ্বজয়ীর জন্য। বিদায়বেলায় তৃপ্তির ঢেঁকুরই তুলছেন। জীবনে যা চেয়েছিলেন, তার বেশিকিছুই পেয়েছেন। এমন মনে হচ্ছে ডি মারিয়ার।
গত চারবছরে তিনটি ট্রফি জয়ের আগের সময়টা আর্জেন্টাইন ফুটবলারদের জন্য ছিল বিভীষিকাময়। ১৯৯৩ কোপা আমেরিকার পর কোনো শিরোপা ছিল না। দীর্ঘ খরা কাটে ২০২১ সালে, ডি মারিয়ার জয়সূচক গোলে কোপা জিতে নেয় আর্জেন্টিনা। পরে ২০২২ সালে লা ফিনালিস্সিমা, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছেন তিনি। শিরোপা উঁচিয়ে ধরেছে আলবিসেলেস্তে দলও।
১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। ক্যারিয়ারের শুরুর চেয়ে শেষবেলায় তাই প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ দেখছেন তিনি।
বিদায়বেলায় চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়েছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেকবেশি দিয়েছে।’
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।