প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স ট্রাম্পের ওপর গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, ট্রাম্পের প্রতি বাইডেনের ‘আক্রমণাত্মক’ ভাষা ব্যবহারের ফলে এ ধরনের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরা
তবে প্রেসিডেন্টসিয়াল স্টাডিজের অধ্যাপক বারবারা পেরি আল জাজিরার সঙ্গে এ অভিযোগের বিষয়ে কথা বলার সময় ডেভি ভ্যান্সের ওই বিবৃতিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। বারবারা পেরি আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেনকে দায়ী করা বাড়াবাড়ি এবং সম্পূর্ণ বানোয়াট।
তিনি বলেন, বাইডেন একজন প্রেসিডেন্ট প্রার্থী। এজন্য তিনি সুবিধা নেয়ার জন্য প্রতিপক্ষকে চাপে রাখতে সমালোচনা করতেই পারেন। কিন্তু তার মানে এই নয় যে, ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেন জড়িত। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
পেরি বলেন, বাইডেন জনতাকে খেপিয়ে তোলায় জড়িত নয়। সুতরাং সিনেটর ভ্যান্সের এ ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক।