প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলসহ তিন দাবিতে টানা দুই সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার (১৪ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনার চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন জবি শিক্ষকরা।
এ সময় শিক্ষক নেতারা বলেন, সরকারের মুখপাত্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে, কিন্তু সমস্যা সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষকরা। এমনকি দাবি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, আমাদের আন্দোলন প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়ার আন্দোলন। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি আজও পূরণ হয়নি। এগুলো আমাদের যৌক্তিক দাবি। বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার বাতিঘর, একে গুরুত্ব না দিলে দেশ এগিয়ে যাবে না। যত চাপ আসুক আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাবো। আমরা আমাদের শিক্ষাকে বাঁচাতে চাই, দেশকে বাঁচাতে চাই।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, রোববার (১৪ জুলাই) সকালে আমাদের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। আমাদের সরকারের মুখপাত্রের সঙ্গে আলোচনা হলেও কোন আশানুরূপ কোন ফল আমরা দেখতে পাইনি। তাই দাবিগুলো পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, অন্যথায় আন্দোলন চলবেই।