প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সরবরাহ সংকট না থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এক বছরের ব্যবধানে যা দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছে বৃষ্টির প্রভাবে সংরক্ষণ ও পরিবহনে সমস্যা হওয়ায় দাম বেড়েছে মসলা জাতীয় পণ্যটির। অন্যদিকে কাঁচা মরিচের কেজি উঠেছে সাড়ে ৩শ’ টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে আলুসহ অন্যান্য সবজি। ক্রেতারা বলেন, পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে জালিয়াতিটা বেশি হয়। এমন একটা অবস্থায় আছি আত্মহত্যা করতে মন চাচ্ছে।
নিত্যপণ্যের চড়া দামের চাপে ক্রেতার অস্বস্তি রূপ নিয়েছে ক্ষোভ আর ধিক্কারে। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা আর বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে কেজিতে পেঁয়াজের দাম পৌঁছেছে ১২০ টাকায়। ক্রেতারা বলেন, নিত্যপণ্যের দামের একটা সীমা ছিল, এখন আর সীমা নেই। যে যেভাবে পারে দাম রাখছে।
বছরের শুরুতে যে আলুতে স্বস্তি খুঁজেছিল সাধারণ মানুষ বছরের মাঝামাঝি তার দাম একপ্রকার গলার কাঁটা। গেল বছরের একই সময়ের তুলনায় কেজিতে বাড়তি অন্তত ২০ টাকা। তথ্য বলছে, চাহিদার তুলনায় জোগান পর্যাপ্ত। উদ্বৃত্ত থাকার পরেও এক কেজি মাঝারি মানের চালের চেয়ে এখন আলুর দাম বেশি। ক্রেতারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। বাজার নিয়ন্ত্রণ না করা গেলে সাধারণ মানুষ কী করে চলবে?