বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম,পিপিএম-সেবা এর যোগদানের পর থেকেই মাদক বিরোধী শুদ্ধি অভিযান শুরু হয়েছে জেলার ৬টি উপজেলায়। তিনি গত (১২ মে ২০২৪)ইং বরগুনায় যোগদান এর পর থেকে শুরু হয়েছে মাদকবিরোধী সারাসি অভিযান।
অভিযানের ধারাবাহিকতায় গত কয়েকদিনে বেতাগী উপজেলা বিভিন্ন ইউনিয়ন অভিযান চালিয়ে ৬ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন ১। ছোট মোকামিয়া গ্রামের মোঃ মাছুম,পিতা রাজ্জাক ২। বেতাগী পৌর শহরের খাড়াকান্দা গ্রামের মোঃ শান্ত মল্লিক,পিতা মোঃ সাদেক মল্লিক, ৩। চান্দখালি গ্রামের মোঃ সাদ্দাম হোসেন,পিতা আনসার আলী, ৪। বাসন্ডা গ্রামের মোঃ শাকিল, পিতা সাহেব আলী ,৫। মোকামিয়ার করুনা গ্রামের মোঃ সোহাগ হাওলাদার,পিতা মোঃ রুস্তম আলী, ৬। বেতাগীর বেইলী ব্রীজ এলাকার মোঃ সাকুর,পিতা শাহাজাদা জমাদ্দার ওরফে বাদল মেম্বার। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও ইয়াবা খাবার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য বিক্রি ও সাথে থাকা খাওয়ার অপরাধে তাদের নামে পাঁচটি মামলা রুজু করা হয়েছে।
বেতাগী থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমি উপজেলার সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করবো তাদের সন্তান কোথায় যায়, কার সাথে চলে, তা যেন তারা লক্ষ্য রাখে।
আমরা বেতাগী উপজেলাকে মাদকমুক্ত রাখতে যা করা দরকার তাই করবো।