বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে মাধকবিরোধী অভিযানে ৬ মাদক সেবনকারী ও বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককারিদের বিভিন্ন মেয়াদে জরিমানা ও সাজা নির্ধারণ করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা নবাগত পুলিশ সুপার মো. রাফিউল আলম যোগদানের পর মাদকবিরোধী সাড়াশি অভিযান শুরু হয়। অভিযানে বেতাগী থানায় গত তিনদিনে ৬ জন মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন (১) মাছুন, পিতা রাজ্জাক মল্লিক, গ্রাম ছোট মোকামিয়া, (২) শান্ত মল্লিক, পিতা সাদেক মল্লিক, গ্রাম খাড়াকান্দা, বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, (৩) সাদ্দাম হোসেন, পিতা আনসার আলী, গ্রাম চান্দখালী, (৪) শাকিল, পিতা সাহেব আলী, গ্রাম: বাসন্ডা (৫) সোহাগ হাওলাদার, পিতা রুস্তম হাওলাদার গ্রাম করুণা এবং (৬) সাকুর,পিতা-শাহাজাদা জমাদ্দার ওরফে বাদল মেম্বার, গ্রাম দক্ষিণ বেতাগী বেইলী ব্রীজ। এদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,’ মাদকবিরোধী অভিযানে বেতাগী উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬ জন আটক করেছে থানা পুলিশ। অবৈধ মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রি ও সেবনের অপরাধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এবং বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’