প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
জাকের পার্টির চেয়ারম্যান এক বিবৃতিতে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ-র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি বলেছেন, "হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছিলেন একজন জ্ঞানী, দূরদর্শী ও মানবপ্রেমী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে ধর্ম প্রচার ও সমাজসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে আসছিলেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন অমূল্য রত্ন হারিয়েছে।"
জাকের পার্টির চেয়ারম্যান আরও বলেছেন, "হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি ছিলেন সকলের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী। তার ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারিয়েছি।"
জাকের পার্টির চেয়ারম্যান মরহুম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ-র রুহের মাগফিরাত এবং তার পরিবারবর্গের জন্য ধৈর্য্য সহকারে আল্লাহর কাছে দোয়া করেন।