প্রতিদিনের স্বদেশ ডেস্ক।।
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতা কামাল হোসেনকে (৩৫) হত্যার ঘটনায় থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি বলেন, হত্যার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। এদের মধ্যে সুজন (২৫) নামে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দির ভিক্তিতে আরও কয়েকজনকে আটক করেছি। এদের মধ্যে হত্যায় জড়িত শ্রমিক লীগ নেতা তাজেল গাজী রয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।