প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর নগরের নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে মিছিল নিয়ে বহদ্দারহাট পৌঁছলে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে মিছিলের একটি অংশ টাইগারপাস মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, ওয়াসার মোড়ে এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং দুই নম্বর গেটে মেয়র গলির চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। পরে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে মাঠে নামে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আবার সরকার দলীয় নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছেন।
এদিকে সংঘর্ষের সময় বারইপাড়ার মুখে পিঠে গুলিবিদ্ধ হয়েছেন আবদুস সাত্তার নামে এক যুবক। তবে কার গুলিতে তিনি আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে রিকশায় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় আবদুস সাত্তার নামে এক যুবককে নিয়ে আসা হয়েছে। তার অবস্থান আশঙ্কাজনক নয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘বহদ্দারহাটে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। সেখানে কোনো ছাত্র নেই। বর্তমানে পুলিশ তাদের নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। এরই মধ্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্যের অফিসে, শিক্ষামন্ত্রী এবং মেয়র মহোদয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।’
এর আগে লালখানবাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা। এ সময় বিক্ষুব্ধরা সেখানে ঢুকে ভাঙচুরও করে।
জিইসি হয়ে যাওয়ার পথে তারা সন্ধ্যায় বহদ্দার বাড়ির মেয়রের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন এবং নিরাপদে আছেন বলে জানিয়েছেন মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী।
পরে নগরের দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।