লিটন কুমার ঢালী, বেতাগী( বরগুনা):
বরগুনার বেতাগী পৌর শহরের যানজট কমাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিএনসিসি। শহরের ব্যস্ততম এলাকাগুলোতে যাতে যানজট না হয় সেজন্য তারা কাজ করছেন। পুলিশ তাদের স্বাভাবিক কাজে না ফেরা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করে যাবে।
আজ শুক্রবার (৯ আগস্ট) বেতাগী গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে সুশৃঙ্খলভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে। বেতাগী সরকারি কলেজের বিএনসিসি’র শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত আছে। তাদের এই কাজের প্রশংসা করছে সাধারণ মানুষ।
বেতাগী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী অধ্যাপক শফিকুল ইসলাম ও পথচারী গোলাম হোসেনসহ অন্যরা বলেন,' বিএনসিসি'র এই কাজ প্রশংসনীয়। ছাত্ররাই ভাল কাজের নেতৃত্ব দিক। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আগামীদিনের কান্ডারি হোক এটাই আমরা প্রত্যাশা করছি।'
বেতাগী বাসস্ট্যান্ডের ট্রাফিকের দায়িত্বে বেতাগী সরকারি কলেজের বিএনসিসির সদস্য শিক্ষার্থী লেন্স কর্পোরাল মাইনুল ইসলাম, লেন্স কর্পোরাল শাকিল,ক্যাডেট আসিক বলেন ,' বিএনসিসি'র ১৬ জন সদস্য বেতাগী বাসস্ট্যান্ড, বেতাগী টাউনব্রিজ, লঞ্চঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্বে পালন করছে। রাস্তায় চলাচলকারীদের ট্রাফিক আইন মেনে চলাচলের পরামর্শ দিচ্ছি। শহরের শৃঙ্খলা ঠিক রাখতে আমাদের এই কাজ করা। '