প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সূচি-ভেন্যু সব আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। সে মোতাবেক প্রস্তুতিও চলছিল জোরেশোরেই। তবে গত দুই সপ্তাহে দেশে যে পরিস্থিতি চলছিল তাতে উদ্বেগ দেখা দেয়। বিকল্প ভেন্যুর চিন্তা শুরু করে আইসিসি। সরকার পতনের পর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার শঙ্কা বাড়ে।তবে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতির পথে থাকায় আশায় বুক বাধছে সবাই। শনিবার মিরপুরে অনুশীলন করেছে স্বাগতিক দেশের মেয়েরা। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘একটা বিষয় আমার চোখে পড়েছে। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার সঙ্গে আছেন। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারই বসবো। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেবো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারবো।গত মে মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল আইসিসি। ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর শেষ হওয়ার কথা ১০ দলের আসরটি। খেলা হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।