লিটন কুমার ঢালী, বেতাগী ( বরগুনা):
বরগুনার বেতাগীর ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজার, মিয়ার হাট বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স মনিটরিং করলো শিক্ষার্থীরা।
শনিবার ( ১০ আগস্ট ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী বাদল হোসেন ও অলি আল হাসান আফির নেতৃত্বে কাউনিয়া, মিয়ার হাট বাজারের কাঁচা বাজার, মাছ বাজার, মুদি-মনোহরী দোকান, চালের আড়ত, হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দোকান মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রতিদিনের স্বদেশকে জানায়, এর আগে বাদল হোসেন ও অলি আল হাসান আফির নেতৃত্বে কাউনিয়া বাজার, কাউনিয়া স্কুল রোড, কাঁচা বাজার রোড ও স্বাস্থ্য কমপ্লেক্স রোড পরিচ্ছন্নতা অভিযান করে। তাদের নেতৃত্বে বাজার মনিটরিং এ অংশগ্রহণ করে রিয়াদ, শুভ, ইমরান, তুহিন, মাহিন, সায়েম, আসাদুল, হৃদয়, সাব্বির, সিফাত, সুজন, মারুফসহ কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
কাউনিয়া বাজারের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর জন্য সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবে।’’ এসময় বাজারের আরোও একজন ব্যবসায়ী আসাদুজ্জামান মিলন বলেন, “ কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রম ভালো লেগেছে, এতে অসাধু ব্যবসায়ীরা সর্তক হয়েছে, সাধারণ মানুষের জন্য ভালো উদ্যোগ।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী বাদল হোসেন ও অলি আল হাসান আফি প্রতিদিনের স্বদেশকে বলেন, “ বাজার মনিটরিং এর আগে শিক্ষার্থীদের নিয়ে বাজার পরিচ্ছন্নতা অভিযান করেছি। সকালে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স মনিটরিং শেষ করে বাজারের কাঁচা বাজার, মাছের বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দোকানে মনিটরিং করা হয়। এসময় দোকানের নির্ধারিত মূল্য তালিকা যাচাই করা হয়। আমাদের বাজার মনিটরিং আগামীকালও যথা সময় অব্যাহত থাকবে।”
এছাড়া কাউনিয়া বাসস্ট্যান্ডে, কাউনিয়া - বদনীখালী রোড,বেতাগী-কাউনিয়া-বরগুনা রোডে শিক্ষার্থীদের ট্রাফিক দায়িত্ব পালন করতে দেখা যায়।