লিটন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌর শহর ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধে এবার মাঠে নেমেছে নৌবাহিনী। রবিবার (১১ আগস্ট) বিকেল থেকে নৌবাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন পুলিশ ও আনসার সদস্যরা। শেখ হাসিনার সরকারের পতনের পর সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। আজ রবিবার বিকেলে বরগুনা জেলার দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত বিন ফেরদৌস এর নেতৃত্বে নৌবাহিনী সদস্য দল, বেতাগী থানার পুলিশের বিশেষ দল উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছেন।
জানা গেছে, গত কয়েকদিন যাবত পুলিশ সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি বিরাজ করছিল। এই সুযোগে এই উপজেলায় রাত হলেই ডাকাতি আতংক থাকেন সাধারণ মানুষ এবং রাতভর জেগে পাহাড়া দেন সাধারণ মানুষ।
গত কয়েকদিন যাবত পুলিশ মাঠে না থাকার সুযোগে চলমান এসব অপরাধ প্রতিহত করতে নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার সদস্যরা কাজ শুরু করেছে।
লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত বিন ফেরদৌস বলেন,’ দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে। যারা আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজ করছে তারা আইনের হাত থেকে রেহাই পাবে না।’
এসময় বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন,’ আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ গড়তে, কোন প্রকার ঘুষ দুর্নীতি থাকবে না। অপরাধী যে হউক না কেন আইনের হাত থেকে কেহ রেহাই পাবে না। এজন্য আপনাদের সহযোগিতা চাই। হিন্দুদের বিভিন্ন মন্দির ও উপসালয়সহ যানমালের নিরাপত্তায় আপনাদের এগিয়ে আসতে হবে।’