লিটন কুমার ঢালী, বেতাগী (বরগুনা)
বেতাগীতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও শান্তিপুর্ন পরিবেশ রক্ষায় পুলিশের বিশেষ অভিযান করেছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় থানার বাইরে পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে টহল দেন। থানা পুলিশ গত রবিবার থেকে থানার ভিতরে ডিউটি করছেন পুলিশ সদস্যরা।
বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত সঞ্জয় মজুমদার, এসআই জিহাদ, এসআই, এসআই প্রদীপ কুমার রায়সহ ৪০ জন পুলিশের একটি চৌকশ দল। এছাড়া এসময় প্রেস ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হাসিনা সরকারের পতনের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখন বেতাগী থানা পুলিশের টহল অব্যাহত থাকবো।
বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,’ পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবে। পৌর শহর ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধে এখন থেকে সবসময় পুলিশ মাঠে থাকবে। অপরাধী যে হউক না কেন আইনের হাত থেকে কেহ রেহাই পাবে না। হিন্দুদের বিভিন্ন মন্দির ও উপসালয়সহ যানমালের নিরাপত্তায় আপনাদের এগিয়ে আসতে হবে।’