প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
শেখ হাসিনার সরকার পতনের পর নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে জায়গা পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। তাদের মাঝে আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
গত রোববার (১১ আগস্ট) থেকেই অফিস করছেন আসিফ। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে নানা জায়গায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। যা থেকে বিরত থাকতে বলেছেন এই উপদেষ্টা।
বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে আসিফ মাহমুদ এই বিষয়ে একটি পোস্ট দেন। যা ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরী করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।
আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরী করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।
এ ছাড়াও ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।