সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমন দ্দোজা আহমেদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরের প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ইমনদ্দোজা আহমেদ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ও সিসিটিভি ক্যামেরা থেকে জানা যায়, শহরের হাসননগর এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়ে ইমন দ্দোজা আহমেদ, শিক্ষার্থী নাহাত হাসান পৌলোমী ও মিঠুসহ তিনজন রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন ছেলে দৌড়ে এসে ইমন দ্দোজাকে বেধড়ক মারধর শুরু করে।
এ সময় আশপাশের কেউ এগিয়ে না আসলেও সাথে থাকা শিক্ষার্থী নাহাত হাসান পৌলোমীকে একাই ইমনকে হামলা কারীদের মারধর থেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। পরে অন্য শিক্ষার্থীরা এসে আহত ইমনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘হামলার ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা রাত ১২টা পর্যন্ত থানায় ছিলেন। কিছু সংশোধনীর ব্যাপার নাকি আছে, সেটা করে অভিযোগ দেবেন। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’