কবিঃ কানিজ ফাতেমা
ভালোবাসার গল্পগুলো
এমনি ভাবেই চলতে থাকুক,
চৈত্রের ভীষণ খরায়
মোমের মতন গোলতে থাকুক।
হৃদয়ের ছোট্টো ঘরে
ধূপের মত জ্বলতে থাকুক,
ভালোবাসার গল্পগুলো
এমনি করেই বেঁধে রাখুক।
শ্রাবনের মেঘের মত
কষ্ট জমা সন্ধ্যা নামুক,
বৃষ্টির ভেজা ঘ্রাণে
প্রাণের যত বিষাদ থামুক।
আমাদের প্রণয় দিবস
বিবশ রাত্রি আসুক ফিরে,
গল্পরা বিস্তৃত হোক
আলো ছায়ার ধীরে ধীরে।
তোমার আমার গল্প চলুক
বলুক সবাই সেই কাহিনী,
আমি কি ভুলতে পারি
প্রথম দেখা সেই চাহুনি।
তুমি আমি দুজন মিলে
স্বপ্ন নীলে বাধবো বাসা,
দুচোখের ঘুম হারাবে
শুধুই তোমায় দেখার নেশা।
~কানিজ ফাতেমা~
সুসময় -অসময়, রোগ -শোক, অভিযোগ -অভিমানে,জীবনের প্রতি ক্ষণে এভাবেই হাসি মুখে পাশাপাশি এগিয়ে যাবো। কি পেয়েছি কি পাইনি কোন কিছু নিয়েই ভাবিনি কোনদিন। সামনেও ভাববো না। একসাথে আছি, একই বিশ্বাসে বাঁচি, অভিযোগ অভিমান বহমান থাকুক আমাদের এই ছোট্ট জীবনে ।
ছবিটা পুরনো। অনুভূতিগুলো বহমান। ভীষণ আপন।
মাসাআল্লাহ