কবিঃ কানিজ ফাতেমা
ওরা জানে কী করে, উপরে উঠতে হয় কী করে অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার ধরতে হয়। কী করে তীর্থের কাক ভাঙা গলায় কোকিলকন্ঠী হয় তারা জানে মানুষের চোখে ধুলা দিয়ে গুছিয়ে নিয়ে আখের সব কী করে পল্টি দিতে হয়।তারা জানে এই পৃথিবীতে টাকার কাছে মানুষ নত অনুগত সব টাকা এখন পূজ্য ভীষণ পরাজিত রব। অথচ নির্লোভ তারা সমাজের চোখে মানুষ দেখে ছল চাতুরীর খেলা তারা সমাজের চোখে মহান সবাই সাজিয়ে জুয়ার মেলা। যদিও অর্জন তার নয় তারা জানে অন্যের পাশে দাঁড়িয়ে কি করে মহান সাজতে হয়। তারা মহান তাদের উৎসাহ দাও দাও দুহাতে করতালি তারা পাপহীন পূণ্যবান কলি যুগের অলি।