বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সংবাদে সন্ধ্যায় বরগুনার বেতাগী পৌর শহরে বিএনপি’র দুইগ্রুপে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তিতা করেন, বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান, পৌর বিএনপি’র আহবায়ক নূরুল ইসলাম পান্না , যুগ্ম আহবায়ক মেহেদী হাসান কোয়েল শিকদার, বরগুনা জেলা জেলা যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন বুলেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েব কবির।
বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বাধীন আনন্দ মিছিল শেষে বক্তিতা করেন পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম মল্লিক, পৌর যুবদলের আহবায়ক মোশারেফ শিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহির উদ্দিন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম খান।
পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান বলেন,’ বিগত বছরগুলোতে দলের ত্যাগের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন নূরুল ইসলাম মনি, এটা শুধু বরগুনা নয় গোটা দক্ষিণ অঞ্চলের গৌরব।’
এবিষয় নুরুল ইসলাম মনি বলেন,’ আমি অত্যন্ত আনন্দিত, দলের চেয়ারপারসন এবং দলের ঊর্ধ্বতন নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। আমি তাদের এই মূল্যায়ন অব্যাহত রাখব। আমি চেষ্টা করব আমার ওপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে উন্নয়নের রূপরেখা তৈরি করব। আমার এলাকায় শান্তি-শৃঙ্খলা ভালো থাকুক এটা অবশ্যই চেয়েছি। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে আমি সার্বিক যোগাযোগ রাখছি যাতে করে কোনো সহিংসতা না হয়।
এই উদ্ভূত পরিস্থিতিতে কিছু বিশৃঙ্খলা হয়েছে স্বীকার করে নুরুল ইসলাম মনি বলেন, কিছু নব্য বিএনপি নেতারা দলে অনুপ্রবেশ করে এটা করেছে। আমরা কঠোর হস্তে দমন করছি। আমরা এ বিষয়ে খেয়াল রাখছি।
জানা যায়, নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাসসহ পাস করেন।তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিনবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী মনোনীত হন।