নিজস্ব প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গড়িয়াবুনিয়া গ্রামের
বাসিন্দা সমাজসেবক, প্রতিদিনের স্বদেশ পত্রিকার উপদেষ্টা, আর্ন্তজাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক , সৌদি প্রবাসী মোঃ আরিফুর রহমান কুদ্দুস এর বাবা মো. আশরাফ আলী হাওলাদার (৮৫) তার নিজ বাসভবনে বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও চার
মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে
পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সাবেক সদস্য ও বিবিচিনি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক, সৎ,
সদালাপী ছিলেন এবং ছিলেন ধর্ম পরায়ন ব্যাক্তি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দান করে
গেছেন। গত করোনাকালীন মহামারীর সময় এবং শীতের সময় দু:স্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ
করেন। তিনি ছিলেন একজন নির্লোভ সমাজসেবক। তার মৃত্যুতে এলাকাবাসী এবং বিভিন্ন
সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারেরর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।