প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ অন্ন, বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার অভাবে অর্ধাহারে-অনাহারে অবর্ণনীয় দুর্ভোগে দিন যাপন করছেন। বন্যাদুর্গত অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে তারা সুচিকিৎসা পাচ্ছে না।
বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন, তখন সমাজের বিত্তবানদের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা মানবিক দায়িত্ব তারি ধারাবাহিকতায় বরগুনা জেলার কৃতিসন্তান প্রতিদিনের স্বদেশ পত্রিকার উপদেষ্টা সুভাষ চন্দ্র হাওলাদার তার নিজ অর্থানে
বানভাসি মানুষের পাসে দারিয়েছেন। সুভাষ চন্দ্র হাওলাদার বলেন বানভাসি মানুষের টাকাপয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধসহ যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময়।
বন্যাকবলিত অঞ্চলের অসহায় বানভাসি মানুষ কতটা দুঃখ-কষ্টের মধ্যে পড়েছেন তা সহজেই অনুমেয়। অসহায়-বানভাসি মানুষের পাশে দাঁড়ানোও অনেক সওয়াবের কাজ। এটা অন্যতম একটি ইবাদতও বটে। তিনি আরো বলেন আমি বর্তমানে দেশের বাহিরে থেকেও আমার সমর্থ অনুযায়ী আমি আমার অফিসের একটি টিম পাঠিয়েছি খাদ্য, ঔষুধ, বস্ত্র,বিশুদ্ধ পানি,শুকনো খাবারসহ যতদিন পর্যন্ত সকল মানুষ তার নিজ গৃহে ফিরে না যাবে ততদিনে আমার এই সাহায্য চলমান থাকবে।