নিজস্ব প্রতিনিধিঃ
ফেনীতে বন্যা দুর্গত মানুষের মাঝে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ফেবোয়াব) পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার ফেনির মহিপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাধ্যমে ৫০০ প্যাকেট ত্রান সামগ্রী বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌছে দেওয়া হয়। ফেবোয়াব বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেছে। যার মধ্যে খাদ্য, পানীয় জল ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে
উক্ত ত্রান সামগ্রী আনুষ্ঠানিক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মোঃ এজাজ সামীম আলমগীর – সহ সভাপতি ,ইঞ্জিনিয়ার আসাদুল হক শাহীন – যুগ্ন সাধারণ সম্পাদক ,ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান – প্রচার সম্পাদক , মোঃ আলমগীর হোসেন – ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ,ইঞ্জিনিয়ার রেজাউল করিম – পরিচালক ,মোঃ বেলায়েত হোসেন রাসেল – পরিচালক ,ইঞ্জিনিয়ার হাওলাদার মঞ্জুর হোসেন – পরিচালক ,জাকির হোসেন নবেল – পরিচালক ,মোঃ আলি আকবর মন্ডল – সদস্য