বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের রামসাগরে মাছ ধরার জন্য টিকিট প্রদানের দাবি জানিয়েছেন সৌখিন মৎস্য শিকারিরা।
বুধবার (২৮ আগস্ট ২০২৪) সকালে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর দেয়া শহর ও সদর উপজেলার অর্ধশতাধিক মৎস্য শিকারি স্বাক্ষরিক এক আবেদনে এই দাবি জানানো হয়। ওই আবেদনে মৎস্য শিকারিরা জানান, আমরা দিনাজপুরের সৌখিন মৎস্য শিকারী। অধীর আগ্রহে আমরা মাছ শিকারের জন্য অপেক্ষা করছি। বিভিন্ন জেলায় মাছ শিকারের টিকিট দেয়া শুরু হয়েছে। রমজান মাসের জন্য টিকিট প্রদানে বিলম্ব হওয়ায় অতি শিগ্রই রামসাগরের মাছ ধরার টিকিট প্রদান করা আবশ্যক। অন্যান্য বছরগুলোতে পহেলা বৈশাখ হতেই প্রতি সপ্তাহে দুটি করে মাছ ধরার টিকিট প্রদান করা হত। তাই পরিবেশ তৈরি করে মাছ ধরার টিকিট প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন সৌখিন মৎস্য শিকারিরা।
উল্লেখ্য, রামসাগরে মৎস্য শিকারের জন্য টিকিট প্রদান না করার ফলে রাতের অন্ধকারে চোরেরা ওই দিঘি থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন সৌখিন মৎস্য শিকারীরা মাছ শিকার করতে পারছেন না। অপরদিকে সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত রয়েছে।