প্রতিদিনের স্বদেশ ডেস্ক
বন্যাদুর্গত জেলাগুলোতে ত্রাণ বিতরণ করেছে জাকের পার্টি। গত শনিবার থেকে কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও হবিগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলো রান্না করা খাবার বিতরণ শুরু করে। সেইসঙ্গে তারা শুকনা খাবার, ওরস্যালাইন এবং বস্ত্র সামগ্রী বিতরণ করছেন।
এদিকে, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার টানা তিনদিন কুমিল্লার, লাকসাম ও নাঙ্গলকোটের বিভিন্ন এলাকা, প্রবল বন্যা কবলিত বুড়িচংয়ের বিভিন্ন জনপদ এবং ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছেন।
দুর্গত জনপদে ত্রাণ সহায়তা প্রদানকালে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বানভাসি মানুষের দু:খ দুর্দশায় গভীর বেদনা প্রকাশ করে বলেন, বেদনাভরা মন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা ত্রাণ সহায়তা নয়, ভালোবাসার সহায়তা নিয়ে এসেছি। আপনাদের মনোবল যাতে দৃঢ় থাকে, সেজন্য পাশে দাঁড়িয়েছি।
মহাসচিব বলেন, ঐক্যবদ্ধভাবেই আমাদের এ পরিস্থিতি মুকাবিলা করতে হবে।
উল্লেখ্য, বন্যার্তদের ত্রাণ সহায়তাদানের জন্য জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ত্রাণ ভাণ্ডার স্থাপন করা হয়েছে।