শহিদুল্লাহ আল আজাদ. চীফ রিপোর্টারঃ
মহানবী হযরত মুহম্মাদ (সাঃ) এর নামে কটুক্তি মূলক মন্তব্য করায় রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের অন্তর বৈরাগী ও ভারতের রামগিরি মহারাজ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আজ ২৯ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার থেকে শুরু করে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। রূপসা উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাওলানা শফিউদ্দীন নেসারী। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আ: হান্নান।
আঃ রউফ শিকদারের পরিচালনায় বক্তৃতা করেন মাওলানা রফিকুল ইসলাম,মুসা লস্কর,মাওলানা মঞ্জুরুল ইমাম,হাফেজ মাওলানা জামাল উদ্দীন,মাওলানা শরিফুল ইসলাম,মাওলানা আ: রহিম শিকদার,মাওলানা আলামিন,মাওলানা হুসাইন,মাওলানা ওহিদুল্লাহ,মোঃ তরিকুল ইসলাম,তামিম হাসান লিওন,হাসিব আল মাওদুদ,আঃ মান্নান শেখ,পারভেজ হাসান রিপন,হাফেজ মাওলানা আরাফাত হোসেন,মুরাদ হাসান রাজু,আবদুল্লাহ শেখ,সাহিদুল শেখ,ডাঃ ইরাদদ আলী,মাওলানা ওলিউল্লাহ,মনির ঢালী,মাওলানা হাবিবুর রহমান,মোঃ রায়হান,সিরাজুল শিকদার,হুমায়ূন শিকদার,আঃ ওহিদ শিকদার প্রমূখ।