প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের নাইকো দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ২২ অক্টোবর ঠিক করেছেন আদালত।
সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক প্রদীপ কুমার সময় আবেদন মঞ্জুর করে এ নতুন তারিখ ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভুইয়া জানান, ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আমরা হাজিরা দাখিল করি। আর দুদক কোনো সাক্ষী হাজির করতে না পারায় সময় আবেদন করে। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন।
এখন পর্যন্ত এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।