প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালুর সমাপনী প্রস্তুতি পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ এই স্টেশন পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণ।
পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মিরপুর-১০ মেট্রো স্টেশনে পুনরায় যাত্রীসেবা ফিরিয়ে আনতে নিযুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই কাজের ধারা ভবিষ্যতেও বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।