প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সিরাজগঞ্জ শহরে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে দুজন ভুয়া চিকিৎসককে প্রতিজনকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। তাছাড়াও চক্ষু সেবা কেন্দ্রে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে পৌর শহরের মুক্তার পাড়া এলাকায় শামিম আই কেয়ার ও দরগাহ রোডে অবস্থিত প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্রে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে শামিম হোসেন ও আব্দুল্লাহ আল মামুন সরকার নামের ২ জন ভুয়া চক্ষু চিকিৎসকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজজিস্ট্রেট জাকির হোসেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ আল আমিন, এন এস আই সিরাজগঞ্জ কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলামসহ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।
এক্সিকিউটিভ ম্যাজজিস্ট্রেট জাকির হোসেন বলেন, সিরাজগঞ্জে পৃথক দুইটি প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে দুজন ভুয়া চিকিৎসককে এক লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও প্রতিষ্ঠান দুইটিকে সিলগালা করা হয়।এ অভিযান অব্যহত থাকবে।