প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী শাহজাহাদপুর উপজেলার কুরশী গ্রামের কাশেম আলীর ছেলে।
আহতরা হলেন শাহজাহানপুর উপজেলার খারুয়া জগততলা গ্রামের আবু তালেব (২৬), তাড়াশের মাধাইননগর গ্রামের পুলক কুমার (২৪), রায়গঞ্জের নিমগাছি সোনাগাড়া গ্রামের আব্দুস কাইয়ুম (৫০), সদরের শ্যামপুর গ্রামের জাহিদুল ইসলাম (২৩), সদরের শিয়ালকোলের রাজাহার চর গ্রামের রাশেদ (৩০), উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রাতুল (২২)।
কামারখন্দ থানার পুলিশ কর্মকর্তা মোঃ মখলেসুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও নিহত ও আহত ব্যক্তির পরিবারকে খোঁজ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যানজটের যেন সৃষ্টি না হয় সে জন্য দ্রুত পদক্ষেণ নেয়া হয়েছে।