প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাংবাদিক সমিতি সদস্যদের র্যালিতে হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্য ও সাবেক শিক্ষার্থীরা। এতে সাংবাদিক সমিতির ৮ জন সদস্য গুরুতর আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিক সমিতির সাধারণ সদস্যরা নিজেদের ব্যানারে র্যালিতে অংশ নিলে সিএমএম কোর্টের সামনে সাংবাদিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সাবেক সভাপতি ও অছাত্র মাহমুদুল হাসান তানভীর ও সাবেক সাধারণ সম্পাদক ও অছাত্র মামুন শেখ এর নেতৃত্বে ১০-১৫ জন অতর্কিত সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালায়।এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক সমিতির সদস্য বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহির আমির মিলন, দৈনিক ইত্তেফাকের মাহামুদুর রহমান নাজিদ, রেডিও টুডের আবুল হাসনাত হৃদয় ও দৈনিক দিনকালের সাবেক প্রতিনিধি শরিফুল ইসলামসহ গণিত বিভাগের সৈকত, সাইফুল ইসলাম রাফিদ ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল, সুমনা হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, বাংলা বিভাগে ১৮-১৯ সেশনের মো. ইমরান হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৭-১৮ সেশনের রকি আহমেদ একই বিভাগের ২০-২১ সেশনের আইনুল ইসলাম, সাজেদুর রহমান ও ২২-২৩ সেশনের সোহান ফরাজী, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ সেশনের মাহতাব লিমন ও ২০-২১ সেশনের আবদুল্লাহ আল মামুন, রসায়ন বিভাগের ২০-২১ সেশনের রাকিবুল ইসলাম, এআইএস বিভাগের ২১-২২ সেশনের তানজীম মাহমুদসহ আরও প্রায় ১০-১৫ জন অতর্কিত হামলা চালায়।হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা আহত সাংবাদিকদের উদ্ধার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। যারা হামলায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে এমন ঘটনা খুবই দুঃখজনক। আমরা এমন কিছু কখনো প্রত্যাশা করি না। লিখিত অভিযোগ পেয়েছি, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।