প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের আমলে হতাশাজনক পরিস্থিতিতে থেকে রাজনীতি করতে হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (২১ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।জাপা চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সবার মনে ভীতি ও হতাশা তৈরি করে রেখেছিল। সেই হতাশাজনক পরিস্থিতিতে থেকে আমাদের রাজনীতি করতে হয়েছে। ঋণ নিয়ে দেশকে দেউলিয়া করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ কোনো অনুসরণীয় দল হতে পারে না।
কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, ২০১৮ সালেও হুসেইন মুহম্মদ এরশাদ কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। ২০২৪ সালেও আমরা পূর্ণ সমর্থন দিয়ে ছাত্রদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।তিনি বলেন, রাষ্ট্র যেন শহীদদের পরিবারের পাশে থাকে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে। আন্দোলনে যারা আহত বা পঙ্গুত্ববরণ করেছে, তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের।