প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে নাম-পরিচয়হীন আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণের পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বুধবার (২২ অক্টোবর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট বিবাদীদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিন শুনানি শেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে (১৬.০৭.২০২৪ থেকে ০৫.০৮.২০২৪) আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ রুল দিলেন আদালত।